খুলনা নাট্য নিকেতনের শোক সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল সন্ধ্যায় খুলনা নাট্য নিকেতন কার্যালয় মোঃ এনামুল হক মিলু মিলনায়তনে বিশিষ্ট নাট্যকার নাট্য অভিনেতা খুলনা নাট্য নিকেতনের আজীবন সদস্য নাট্য ব্যক্তিত্ব বিমল মজুমদারের আত্মার শান্তি কামনা করে নিকেতনের সভাপতি অধ্যক্ষ দেলয়ারা বেগম এর সভাপতিত্বে শোক সভা অনুষ্ঠিত হয়।
সভা আরম্বের পূর্বে স্বর্গীয় বাবু বিমল মজুম্দারের আতœার শান্তি কামনা করে ১ মিনিট নিরবতা পালন করা হয়। সভাপতি তার বক্তবে বলেন,তিনি ছিলেন ধর্ম, বর্ণ নির্বিশেষ একজন মানুষ। তিনি ছিলেন ২১নং ওয়ার্ডের সকলের প্রিয় বিমলদা তেমনি সাংস্কৃতিক অঙ্গণে সকলের গুরু ও দাদা। তার অভিনীত বহু নাটক দক্ষিণ বাংলার মানুষের মনে স্মরণীয় হয়ে থাকবে। তার এই মৃত্যুতে খুলনা নাট্য নিকেতন হারিয়েছে যেমন একজন খ্যাতিমান অভিনেতা তেমনি দেশ হারিয়েছে একজন শক্তিমান সাংস্কৃতিক ব্যক্তিত্ব।
উপস্থিত থেকে বক্তব্য রাখেন অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল,সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান বাবলু, চিশতী সোহরাব হোসেন, শাহীন জামান পন, হুমায়ুন কবীর ববি, নেয়ামুল হোসেন কচি, মোড়ল জাহাঙ্গীর হোসেন, অনুরুদ্ধ হালদার, বাহাদুর শেখ, আব্দুস সালাম, এফ এম সেলিম আক্তার মিলটন, সরদার ইলিয়াস হোসেন, শেখ শিরাজুল ইসলাম, মোতালেব হোসেন, শেখ আবিদুল্লাহ, মোতালেব হোসেন মিয়া, মানিকউজ্জামান অশোক, ইশবাল হোসেন, অধ্যাপক চম্পক, জেসমিন জামান, নুরুনাহার হীরা, পলি।