খুলনা নাট্য নিকেতনের বিশেষ দোয়া অনুষ্ঠান
খবর বিজ্ঞপ্তি
গতকাল সন্ধ্যায় খুলনা নাট্য নিকেতনের নিজস্ব কার্যালয় মোঃ এনামুল হক মিলু মিলনায়তনে খুলনা-৬ আসনের সংসদ সদস্য ও খুলনা নাট্য নিকেতনের আজীবন সদস্য এবং নিকেতনের নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু’র মাতা ফাতেমা খানম বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন তাঁর সুস্থতা কামনায় এক বিশেষ আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত বক্তারা যত দ্রুত সম্ভব সংসদ সদস্য বাবু’র মাতার সুস্থতা কামনা করেন। দোয়ায় অংশগ্রহণ করেন খুলনা নাট্য নিকেতনের সহ-সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল,সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান বাবলু,নেয়ামুল হোসেন কচি,মোড়ল জাহাঙ্গীর হোসেন,অনুরুদ্ধ হালদার বাহাদুর,শেখ সিরাজুল ইসলাম,মোঃ আবিদ উল্লাহ,এফ এম সেলিম আক্তার মিল্টন,সরদার ইলিয়াছ হোসেন,বিলকিছ আারা পাখি,রাহিমা আক্তার শান্তু,তমা বৈরাগীসহ আরও অনেকে।