December 23, 2024
আঞ্চলিক

খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন সার্ভিস চালুর দাবি

খবর বিজ্ঞপ্তি

খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন সার্ভিস চালুর দাবীতে খুলনা নাগরিক সমাজের উদ্যোগে প্রধানমন্ত্রী বরাবর ই-মেইলে স্মারকলিপি প্রদান করা হয়। গতকাল রবিবার সংগঠনের সদস্য সচিব এড. মোঃ বাবুল হাওলাদার স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, খুলনায় এ সার্ভিসটি কেবলমাত্র খুলনার মানুষের সুগম যাতায়াত ব্যবস্থা তৈরি করবে তাই নয়, বরং এ সার্ভিসটি চালু হলে খুলনা অঞ্চলের পাশাপাশি জাতীয় অর্থনীতিতেও ব্যাপক ইতিবাচক ভূমিকা রাখবে। যে কারণে যতদ্রæত সম্ভব প্রয়োজনে সম্ভাব্যতা যাচাইপূর্বক এ সার্ভিসটি চালু খুলনার সর্বস্তরের মানুষের প্রাণের দাবী।

এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব এড. মোঃ বাবুল হাওলাদার, খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি এইচ এম আলাউদ্দিন, সিপিবি নেতা নিতাই পাল, আইন ও অধিকার বাস্তবায়ন ফোরামের খুলনা বিভাগীয় সভাপতি এস এম দেলোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা, সন্তান ও প্রজন্ম কল্যাণ সমবায় সমিতি’র সভাপতি আলহাজ্ব হোসাইন মোঃ ইউছা ওয়ায়েজ আররাফী নাজু, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটির যুগ্ম মহাসচিব আফজাল হোসেন রাজু, যুব ইউনিয়নের জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী, সাধারণ সম্পাদক প্রভাষক জয়ন্ত মুখার্জী, টেকনিক্যাল পারসন অরূপ দেবনাথ প্রমুখ।

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *