খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন সার্ভিস চালুর দাবি উন্নয়ন কমিটির
খবর বিজ্ঞপ্তি
গতকাল সন্ধ্যা ৭.৩০ টায় বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির কার্যনির্বাহী কমিটির এক সভা সংগঠনের সভাপতি আলহাজ¦ শেখ মোশাররফ হোসেন এর সভাপতিত্বে এবং মহাসচিব শেখ আশরাফ উজ জামানের পরিচালনায় সংগঠনের ৫৩/এ মজিদ সরণি, খুলনাস্থ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সভায় খুলনায় পাইপলাইনে দ্রæত গ্যাস সরবরাহ, খুলনায় বিমানবন্দর নির্মাণ কাজ শুরু, খুলনা-ঢাকা বিরতিহীন ট্রেন সার্ভিস চালু, খুলনায় জলাবদ্ধতা নিরসনে অবৈধ দখল উচ্ছেদের আহŸান জানানো হয়। সভায় আরো বলা হয় কেডিএ’র সকল অনিয়ম দূর করে কেসিসি, কেডিএ, জেলা প্রশাসন এর সমন্বয়ে আধুনিক পরিবেশ সম্মত খুলনা মহানগর গড়ে তুলতে হবে। এ সকল দাবি সমূহ বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২৮ জুলাই ২০১৯ তারিখ রবিবার সংবাদ সম্মেলন এবং আগামী ৩১ জুলাই ২০১৯ তারিখ বুধবার অবস্থান ধর্মঘট কর্মসূচীর সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভপতি মো: নিজামউর রহমান লালু, অধ্যাপক মো: আবুল বাসার, মামনুরা জাকির খুকুমনি, মিনা আজিজুর রহমান, যুগ্ম-মহাসচিব এ্যাড. শেখ হাফিজুর রহমান হাফিজ, মো: মনিরুজ্জামান রহিম, মিজানুর রহমান বাবু, মো: আফজাল হোসেন রাজু, মো: বদিয়ার রহমান (শিক্ষক), মো: রকিব উদ্দিন ফারাজী, রসু আকতার, এস এম ইকবাল হোসেন বিপ্লব, আলহাজ¦ হোসাইন মো: ইউসা ওয়ায়েজ আর রাফী নাজু, শেখ হাফিজুর রহমান চৌধূরী প্রমুখ।