November 26, 2024
আঞ্চলিক

খুলনা ট্রেনিং ভেন্যুতে ১৪৫ জন নবীন ফায়ার ফাইটারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

খবর বিজ্ঞপ্তি

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ৫৮তম ব্যাচের ১৪৫ জন নবীন ফায়ার ফাইটারদের বুনিয়াদি প্রশিক্ষণ সমাপনী প্যারেড গতকাল বৃহস্পতিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স খুলনা বিভাগীয় সদরে অনুষ্ঠিত হয়।

খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন ও আকর্ষণীয় মার্চপাস্টের সালাম গ্রহণ করেন। পরে তিনি চৌকসদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ আকরাম হোসেন, উপ পরিচালক (ভারপ্রাপ্ত) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, খুলনা।

জেলা প্রশাসক অনুষ্ঠানে উপস্থিত সকলকে “মুজিব বর্ষ-২০২০” এর শুভেচ্ছা জানিয়ে নবীন ফায়ার ফাইটারদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। প্রধান অতিথি তার বক্তব্যে আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় নির্দেশনায় দেশের প্রতিটি উপজেলায় একটি করে ফায়ার স্টেশন নির্মানের জন্য বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এছাড়া অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধির জন্য সরকার বিভিন্ন আধুনিক উদ্ধার সরঞ্জামাদি সংগ্রহ এবং কর্মিদের উচ্চতর প্রশিক্ষনের জন্য ব্যবস্থা গ্রহণ করেছে। পেশা হিসেবে দেশ সেবা ও দেশ গড়ার পবিত্র দায়িত্বকে বেছে নেয়ায় নবীন ফায়ার ফাইটারদের তিনি আন্তরিক ধন্যবাদ জানান। মনোজ্ঞ এ কুচকাওয়াজ ও সমাপনী অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,খুলনা বিভাগের বিভিন্ন পর্যায়ে উর্দ্ধতন কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেনীর গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *