খুলনা ট্যাক্সেস ওয়েল ফেয়ার এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ ট্যাক্সেস এমপ্লয়ীজ ওয়েলফেয়ার এসোসিয়েশন খুলনা বিভাগীয় পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে মোঃ করিমুল ইসলাম সভাপতি ও শেখ রাসেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ৩টায় নির্বাচন শেষে প্রধান নির্বাচন কমিশনার কর অঞ্চল খুলনার পরিদর্শী অতিরিক্ত কর কমিশনার ড. অঞ্জন কুমার সাহা নির্বাচিতদের নাম ঘোষণা করেন।
তিন বছর মেয়াদী কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ মারুফ আহমেদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ শাহিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বি. এম আরিফুজ্জামান, দপ্তর সম্পাদক মোঃ নুরুল ইসলাম, অর্থ সম্পাদক ফিরোজ আল ওয়াহিদ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মোঃ ইব্রাহীম শরিফ, ক্রীড়া সম্পাদক এস এম মারুফ হাসান, প্রচার সম্পাদক সাগরিকা সাহা, মহিলা সম্পাদিকা রাশিদা লাভলী, নির্বাহী সদস্য চার জন হলোঃ মোঃ হাসান কবির, শাহ মোঃ খোরশেদ আলম, হালিমা খাতুন ও তালুকদার মোঃ ইখতিয়ার।