খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নিন্দা
খবর বিজ্ঞপ্তি
পেশাগত দায়িত্ব পালনকালে গাজী টেলিভিশনের (জি-টিভি) খুলনা ব্যুরো প্রধান শেখ লিয়াকত হোসেনের সাথে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ জানিয়েছে খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি।
গত ২৬ ফেব্রæয়ারী রাতে খুলনা ক্লাবে জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকারের বিবাহ অনুষ্ঠানে পেশাগত দায়িত্ব পালন করছিলেন সাংবাদিকরা। এসময় বেশ কয়েকটি মোবাইল হারানো নিয়ে উত্তেজনা বিরাজ করে। সেসময় গাজী টেলিভিশনের সংবাদের জন্য ভিডিও ধারন করছিলেন সাংবাদিক শেখ লিয়াকত হোসেন। তার ভিডিও ধারনের সময় কয়েকজন উত্তেজিত বরযাত্রী শেখ লিয়াকত হোসেনের মোবাইল ও মাইক্রোফোন কেড়ে নিতে যায়। এবং অকথ্য ভাষায় গালিগালাজ ও অসৌজন্যমূলক আচরণ করে।
সাংবাদিক শেখ লিয়াকত হোসেনের সাথে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মল্লিক সুধাংশু, সহ-সভাপতি সামছুজ্জামান শাহিন, বাবুল আকতার, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, কোষাধ্যক্ষ ইয়াসীন আরাফাত রুমী, প্রচার প্রকাশনা ও সাংস্কৃতিক সম্পাদক দানিয়েল সুজিত বোস, নির্বাহী সদস্য মকবুল হোসেন মিন্টু, সুনীল দাশ, এএইচ এম শামিমুজ্জামানসহ সংগঠনের সদস্যবৃন্দ।