খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির নিন্দা
খবর বিজ্ঞপ্তি
ঢাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে আর টিভি’র সাংবাদিক সোহেল ও সায়মনের উপর দুবৃর্ত্তদের হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে খুলনা টিভি রিপোটার্স ইউনিটি। গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে নেতৃবৃন্দ হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মামুন রেজা, সাধারণ সম্পাদক সুনীল দাস, সহসভাপতি মলি¬ক সুধাংশু ও শামসুজ্জামান শাহীণ, যুগ্মসম্পাদক আমিরুল ইসলাম, কোষাধ্যক্ষ অভিজিৎ পাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইয়াসিন আরাফাত রুমী, নির্বাহী সদস্য মকবুল হোসেন মিন্টু, মুন্সী মাহবুব আলম সোহাগ, রকিব উদ্দিন পান্নু, বাবুল আকতারসহ সদস্যবৃন্দ। বিবৃতিতে সাংবাদিকদের পেশাগত কাজের নিরাপত্তা বিধানে সরকারের প্রতি জোর দাবী জানিয়েছেন।