খুলনা টিইউসি’র মানববন্ধন অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
ঈদের আগেই শ্রমিক-কর্মচারীদের বেতন-বোনাস পরিশোধ, শ্রমিক কল্যাণ ফাউডেন্ডশনের বোর্ড সভা সব বিভাগে আয়োজন, খুলনার বন্ধ সকল কলকারখানা চালু, পাটকলসমূহের মজুরী কমিশন বাস্তবায়ন ও ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে গতকালসোমবার বিকেল সাড়ে ৫টায় পিকচার প্যালেস মোড়ে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন (টিইউসি), খুলনা নগর কমিটির উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের নগর সভাপতি রঙ্গলাল মৃধার সভাপতিত্বে ও জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম চন্দনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনের বক্তব্য রাখেন টিইউসি জেলা কমিটির সভাপতি এইচ এম শাহাদাৎ. কমিউনিস্ট পার্টি খুলনা মহানগরের সাধারণ সম্পাদক এড. মোঃ বাবুল হাওলাদার, টিইউসি জেলা কমিটির সাধারণ সম্পাদক ও জুট প্রেস শ্রমিকনেতা আব্দুর রহমান মোল্লা, সিপিবি সদর থানা সাধারণ সম্পাদক এড. নিত্যানন্দ ঢালী, টিইউসি নগর সাধারণ সম্পাদক ওয়াহিদুর রেজা বিপলু, যুব ইউনিয়ন নেতা আফজাল হোসেন রাজু, টিইউসি জেলা সহ-সভাপতি ও বেকারী শ্রমিক ইউনিয়ন নেতা রুস্তম আলী হাওলাদার, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজিঃ ১২১২) দপ্তর সম্পাদক মোঃ সোহেল, ইমারত শ্রমিক ইউনিয়ন নেতা রুহুল আমিন, স’ মিল শ্রমিক ইউনিয়নের নেতা তোফাজ্জেল হোসেন, শ্রমিকনেতা হেলাল উদ্দিন, ছাত্র ইউনিয়ন মহানগর সাধারণ সম্পাদক প্রীতম সরদার প্রমুখ।