খুলনা জেলা সুনাম কমিটির নিন্দা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেত্রী ও বেসরকারী মানবাধিকার সংস্থা শারি’র নির্বাহী পরিচালক প্রিয়বালাা বাড়ী ২ মার্চ ২০১৯ ভোর রাতে একদল দুস্কৃতকারী অগ্নিসংযোগ করে। এই ঘটনার তীব্র নিন্দা এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে বিবৃতি প্রদান করেছে খুলনা জেলা সুরক্ষা, নাগরিক অধিকার ও মর্যাদা (সুনাম) কমিটির নেতৃবৃন্দ। প্রদত্ত বিবৃতিদাতার হলেন কমিটির সভাপতি এ্যাড. অলোকানন্দা দাস, সহ সভাপতি সাংবাদিক সুনীল দাস ও প্রভাষক পঞ্চানন মন্ডল, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রনি, সহ সাধারণ সম্পাদক এ্যাড. নুরুন নাহার পলি ও পলাশ দাস, কোষাধ্যক্ষ তরিকুল ইসলাম বাপী, মানবাধিকার সম্পাদক এ্যাড. পপি ব্যানার্জি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক রিংটন মন্ডল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শরীফ খান, কার্যকারী সদস্য যথাক্রমে মাহফুজুর রহমান মুকুল, মাহবুব আলম বাদশা, ফরহাদ হোসেন মিটন, শেখ হাসান মাহফুজ, তাপসী রাবেয়া, এস এম সোহেল ইসহাক, মিজানুর রহমান স্বপন, অনুপম সরকার, সাগর সেন, রুবেন সরকার, বেনজির আহমেদ মুকুল, রোজী গাইন, জগন্নাথ কর্মকার, জি এম রাসেল ইসলাম, মিঠুন দাস প্রমুখ।