January 14, 2026
আঞ্চলিক

খুলনা জেলা যুবলীগের ৪ জনকে অব্যাহতি

বাংলাদেশ আওয়ামী যুবলীগ খুলনা জেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের নীতি আদর্শ বিরোধী কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এতেশামুল হক অপু, কয়রা দক্ষিণ বেদকাশি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ ইমরান হোসেন খান, দাকোপ উপজেলার সুতোরখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক শামীনুর রহমান হৃদয় ও ৫নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জিএম শাকিলকে খুলনা জেলা যুবলীগের সভাপতি চৌধুরী মোহাম্মদ রায়হান ফরিদ ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান সোহাগের নির্দেশে তাদের নিজ নিজ দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাদেরকে সকল সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে।

শেয়ার করুন: