December 23, 2024
আঞ্চলিক

খুলনা জেলা বিএনপির কমিটি ভেঙে আহবায়ক কমিটি ঘোষণার দাবি

খবর বিজ্ঞপ্তি

গতকাল সোমবার বেলা সাড়ে ১২টায় খুলনা বিএনপি’র দলীয় কার্যালয়ে খুলনা জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথসভা জেলা বিএনপির সহ-সভাপতি খান জুলফিকার আলী জুলু’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুল হাসান বাপ্পী। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, মোস্তফা উল বারী লাভলু, শেখ আলী আজগর, এস এম শামীম কবির, তৈয়বুর রহমান, বাবু উজ্জ্বল কুমার সাহা, ইবাদুল হক রুবায়েদ, সাইদুজ্জামান খান, হাফিজুর রহমান, মতিউর রহমান বাচ্চ,ু খান ইসমাইল হোসেন, আব্দুল মান্নান মিস্ত্রী, গোলাম মোস্তফা তুহিন, মিরাজুর রহমান, খান আইয়ুব আলী, এ্যাড. সেতারা সুলতানা, হারুন-অর-রশিদ, জাফর চন্দন চৌধুরী, আজিজুল ইসলাম, জিএম মিনার, রফিকুল ইসলাম বাবু, মাসুদ জমাদ্দার, শহিদুল ইসলাম শহিদ, আরিফুর রহমান, শফিকুল ইসলাম শফিক, শাহনাজ পারভীন, আলতাব হোসেন মোল­া, এস এম সবুর রাজিব, জাবেদ মলি­ক, আবু মুসা, হাবিবুর রহমান হবি, আব্দুল মালেক, মাসুম বিল­াহ, খান আনোয়ার হোসেন, শেখ ইউসুফ আলী, দিদারুল ইসলাম দিদার, শেখ আব্দুর রহমান, হিরাঙ্গীর হোসেন হিরু, হিরু মোড়ল, শেখ ফরিদুল ইসলাম, শেখ শামীম, মোল­া আইয়ুব হোসেন, তৌহিদুজ্জামান মুকুল, শেখ নাদিমুজ্জামান জনি, মাশকুর রহমান ফ্রান্স, হাবিবুর রহমান বেলাল, ইমরান সরদার, মিজানুর রহমান খোকন, শিহাবুল ইসলাম শিহাব, মোল­া মশিউর রহমান, বদিয়ার রহমান, শফিকুল ইসলাম বাচ্চু, মোল­া হুমায়ুন কবির, আব্দুর রাজ্জাক কচি, মোঃ রুবেল মীর, মিকাইল বিশ্বাস, মোল­া ইমামুল কবির, আবু তালেব প্রমূখ।

সভায় বক্তারা বলেন, জেলা বিএনপির বর্তমান নেতৃত্ব গঠণতন্ত্র মোতাবেক দল পরিচালনা করতে ব্যর্থ হয়েছেন। তৃণমূলের কর্মীদের অবমূল্যায়ন, অর্থের বিনিময়ে কমিটি গঠন, আন্দোলন সংগ্রামে অনুপস্থিতি, ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে অরাজনৈতিক ও বিত্তশালীদের কাছ থেকে অর্থের বিনিময়ে দলে গুরুত্বপূর্ণ পদ প্রদান করছে। এ কারণে সংগঠন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি হতাশ কর্মীরা রাজনীতিতে আগ্রহ হারাচ্ছে। এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য অবিলম্বে খুলনা জেলা বিএনপির বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন আহবায়ক কমিটি ঘোষণার জন্য সভা থেকে কেন্দ্রের কাছে প্রস্তাব করা হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *