January 21, 2025
আঞ্চলিক

খুলনা জেলা ফুটবল দলের চুড়ান্ত দল ঘোষণা

 

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধু জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশীপ-২০২০। খুলনা জেলা দল গঠনের লক্ষে জেলা স্টেডিয়ামে দু’সপ্তাহ ধরে খেলোয়াড়দের অনুশীলন অনুষ্ঠিত হয়েছে।

আগামী ১৮জানুয়ারি নড়াইল স্টেডিয়ামে নড়াইল জেলার মুখোমুখি হবে খুলনা জেলা দল। ২১জানুয়ারি ফিরতি ম্যাচে  খুলনা জেলা স্টেডিয়ামে নড়াইল জেলা দল খুলনার মোকাবেলা করবে।

গতকাল সোমবার ২৬জনের প্রাথমিক দলের অনুশীলন শেষে ২১জনের চুড়ান্ত দল ঘোষণা করা হয়। ঘোষিত দলের খেলোয়াড়দের আজ মঙ্গলবার দুপুর ২টায় জেলা দলের কোচ মো. আলি আজগর নাসির ও জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলীর নিকট রিপোর্ট করতে বলা হয়েছে।

নির্বাচিত খেলোয়াড়রা হলেন গোলকিপার : মেহেদী, হৃদয় ও আমির, রক্ষণভাগ : আশরাফুল, বিবেক, মাহফুজ বাবু, বাপ্পি, বনি ছোট, বনি বড়, রাকিব, তপু ও সজল, মধ্যমাঠ : আয়নাল, সাব্বির, লিটন, রায়হান ও স্বপন, আক্রমণভাগ : জান্নাত, আরিফ, রাজু ও পুষ্পক। স্ট্যান্ডবাই : সোহেল, রাব্বি, জিয়া, হৃদয়, কাশেম  ও হাসিব।

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *