খুলনা জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট করোনায় আক্রান্ত
দ. প্রতিবেদক
খুলনা জেলা প্রশাসনের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট (৩০) করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার একটি হাসপাতালে তার নমুনা পরীক্ষার পর করোনা শনাক্ত হয়। তিনি নিজ বাড়িতেই চিকিৎসা নিচ্ছেন।
এ বিষয়ে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট দেবাশীষ বসাক (মিডিয়া সেল) বলেন, একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের গত এক সপ্তাহ আগে সামান্য করোনা উপসর্গ দেখা দিয়েছিল। তখন খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে তার করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে। পরবর্তী আজ ঢাকার একটি হাসপাতালে তার করোনা শনাক্ত হয়েছে। তিনি এখন সুস্থ আছেন এবং ঢাকায় বাড়ীতে চিকিৎসা নিচ্ছেন। তার অবস্থা গুরুতর হলে হাসপাতালে নেওয়া হবে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, খুলনা জেলায় এ পর্যন্ত ৬৫ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১৫ জন সুস্থ হয়েছেন ও ৩ জন মারা গেছেন।