খুলনা জেলা পরিষদের স্মরণ সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গতকাল সোমবার বেলা ১২টায় খুলনা জেলা পরিষদের সম্মেলন কক্ষে খুলনা জেলা পরিষদের ৫ নং ওয়ার্ডের সম্মানিত সদস্য এবং অস্থায়ী চেয়ারম্যান এর প্যানেল-২ অভিজিৎ চন্দ এর অকাল মৃত্যুতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। সম্মানিত অতিথি ছিলেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।
সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপসচিব) মোঃ আছাদুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাপ্তাহিক খুলনার দর্পণ পত্রিকার সম্পাদক মিনা অছিফুর রহমান (দোলন) ।
স্মরণ সভার শুরুতে খুলনা জেলা পরিষদের ০৫ নং ওয়ার্ডের সম্মানীত সদস্য এবং প্যানেল চেয়ারম্যান-২ অভিজিৎ চন্দ এর অকাল মৃত্যুতে এক মিনিট নিরাবতা পালন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।
এসময় খুলনা জেলা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, সহকারী প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান খান, প্রশাসনিক কর্মকর্তা এস. এম. মাহাবুবুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী বিপ্লব কুমার বিশ্বাসসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে সভাপতি সভায় উপস্থিত সকল সম্মানিত সদস্য, গণ্যমান্য অতিথিবৃন্দসহ সকলকে ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।