খুলনা জেলা পরিষদের সাবেক প্রধান সহকারী মিজানের জামিন নামঞ্জুর
দ. প্রতিবেদক
অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া খুলনা জেলা পরিষদের সাবেক প্রধান সহকারী মিজানুর রহমান মিজানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার মহানগর স্পেশাল জজ আদালতে জামিনের আবেদন করলে বিচারক শহিদুল ইসলাম শুনানী শেষে জামিন নামঞ্জুর করেন।
জেলা পরিষদের দরপত্র বিক্রি, দৌলতপুর মহেশ্বরপাশা খেয়াঘাট ইজারা ও ভুয়া ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে গত ১৩ ফেব্রæয়ারি গ্রেফতার হয় মিজানুর রহমান। তারপর থেকে তিনি কারাগারে রয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পিপি খন্দকার মজিবর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, দায়িত্বে থাকাকালীন সময় মিজানুর রমান ২০১৭-১৮ অর্থবছরে দরপত্র বিক্রি বাবদ ২৬ লাখ ১৮ হাজার ৯৮০ টাকা, ভ্রমণ ভাতা বাবদ ১ লাখ ৮৩ হাজার ৫০৮ টাকা, খেয়াঘাটের খাস আদায় বাবদ ২১ লাখ ৩২ হাজার ১২০ টাকাসহ সর্বমোট ৪৯ লাখ ৩৪ হাজার ৬০৮ টাকা আত্মসাৎ করেন। এর মধ্যে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের তদন্তের পর মিজানুর রহমান ১৩ লাখ টাকা জেলা পরিষদের তহবিলে জমা দিয়েছেন।