খুলনা জেলা নিসচা’র সহ-সভাপতির সুস্থতা কামনা
খবর বিজ্ঞপ্তি
নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা জেলা শাখার সহ-সভাপতি মো: সেলিম খান বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন আছে। তার আশুরোগ মুক্তি কামনা করে বিবৃতি দিয়েছেন, নিসচা জেলা শাখার সভাপতি মো: হাছিবুর রহমান হাছিব, সাধারণ সম্পাদক এসএম ইকবাল হোসেন বিপ্লব, এ্যাড. মো: বাবুল হাওলাদার, নিখিল কুমার বিশ্বাস, এমএ কাশেম, রমা দাশ, আফজাল হোসেন রাজু, শেখ মনির আহমেদ মুন্না, এসএমএ রহিম, শেখ মো: নাসির উদ্দিন, প্রভাষক এসএম সোহেল ইসহাক, এম মোস্তফা কামাল, এ্যাড. মেহেদী ইনছার, ইশরাত আরা হীরা, কামরুল কাজল, আনোয়ারা পারভীন পরি, শিরিনা পারভীন, মো: সাইফুল ইসলাম, রাকিব উদ্দিন ফারাজী, বনানী আফরোজা, শামসুন নাহার লিপি, দেশ আহমেদ রাজু, মো: হায়দার আলী, হোসাইন মো: ইউছা ওয়ায়েজ আররাফী নাজু, মাহমুদা আক্তার, মো: শহিদুল ইসলাম, মো: সাইফুল রহমানসহ জেলা শাখার কার্যনির্বাহী সদস্য ও সাধারণ সদস্যগণ।