January 20, 2025
আঞ্চলিককরোনালেটেস্ট

খুলনা জেলা কারাগারের ৬১ বন্দিকে মুক্তির সুপারিশ

দ. প্রতিবেদক
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের পরিকল্পনা অনুযায়ী লঘু সাজাপ্রাপ্ত কয়েদীরা মুক্তির অপেক্ষায় রয়েছেন। এরই ধারাবাহিকতায় খুলনা জেলা কারাগার থেকে মুক্তির তালিকায় রয়েছেন ৬১জন লঘু সাজাপ্রাপ্ত কয়েদী। তাদের তালিকা পাঠানো হয়েছে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) বরাবর।
ছোটখাটো অপরাধে সাজাপ্রাপ্ত এসব কয়েদী অনেক দিন ধরেই খুলনা জেলা কারাগারে রয়েছেন। এ সব লঘু সাজাপ্রাপ্ত কয়েদীর কারাবাসকালীন আচার-আচরণসহ সার্বিক বিবেচনার পর সম্ভব্য সাধারণ ক্ষমার তালিকাভুক্তি করেছে কারা কর্তৃপক্ষ।
এ বিষয়ে খুলনা কারাগারের জেলার তারিকুল ইসলাম বলেন, করোনা সংক্রমণ রোধে লঘু সাজাপ্রাপ্ত কয়েদীদের সাধারণ ক্ষমার আওতায় আনার জন্য সরকারের পরিকল্পনা অনুযায়ী কাজ চলছে। ইতোমধ্যে খুলনা জেলা কারাগারে থাকা লঘু সাজাপ্রাপ্ত ৬১ জন কয়েদীর নামের তালিকা কারা মহাপরিদর্শক বরাবর পাঠানো হয়েছে। পরবর্তী নির্দেশনা পেলে সে মোতাবেক ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, বর্তমানে খুলনা জেলা কারাগারে দেড় হাজারের বেশি বন্দি ও কয়েদী রয়েছেন, যা ধারন ক্ষমতার চেয়ে অনেক বেশি।
উল্লেখ্য, করোনা সংক্রামণ রোধে ছোটখাটো অপরাধে যারা দীর্ঘদিন ধরে কারাগারে আছেন এমন আসামিদের মুক্তির বিষয়ে ভাবছে সরকার। কী প্রক্রিয়ায় তাদের মুক্তি দেয়া যায় সে বিষয়ে একটি নীতিমালা করতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী বলেছেন, হত্যা, ধর্ষণ ও অ্যাসিড মামলার আসামি ছাড়া বাকিরা, যারা দীর্ঘদিন কারাগারে আছেন তারা এর আওতায় আসবেন। গত সোমবার গণভবনে মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *