খুলনা জিলা স্কুল এসএসসি ব্যাচ ‘১৬ এর মিলনমেলা
গত বৃহস্পতিবার (০৬ জুন) খুলনা জিলা স্কুল প্রাঙ্গনে এসএসসি ব্যাচ ২০১৬ এর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, আমরা শৈশব-কৈশোরের খোঁজে এখানে ছুটে এসেছি, স্বপ্নের দরবারে, স্মৃতির আঙিনায়। এ আয়োজনে উদ্বোধন করেন জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক ও ঢাকা কলেজিয়েট স্কুলের বর্তমান প্রধান শিক্ষক আরিফুল ইসলাম।
উদ্বোধনের আগে ১৬ ব্যাচের অকাল প্রয়াত শিক্ষার্থী নাহিন ও নিশাতের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। ব্যাচ ১৬ এর পক্ষ থেকে দিনব্যাপী এ পুনর্মিলনে একটি স্মরণিকা প্রকাশ করা হয়। প্রকাশনা কমিটির সম্পাদক হামিম বলেন- আমরা শৈশব-কৈশোরের খোঁজে এখানে ছুটে এসেছি, স্বপ্নের দরবারে, স্মৃতির আঙিনায়। আমাদের এ রি-ইউনিয়নের থিম- “পুরানো বন্ধু, হারানো দিন; স্মৃতির ছবিরা আজো রঙিন”। অনুষ্ঠানের সার্বিক তত্ত¡াবধানে ছিলেন তানভীর বারী হামিম, মোবাশ্বের গালিব, সাদিব, আজরাফ, সাকী, উৎস, মিম, সৌরভ, রোমিও, সাকিব প্রান্ত প্রমুখ।