January 11, 2025
আঞ্চলিক

খুলনা জিলা স্কুল এসএসসি ব্যাচ ‘১৬ এর মিলনমেলা

 

 

 

 

গত বৃহস্পতিবার (০৬ জুন) খুলনা জিলা স্কুল প্রাঙ্গনে এসএসসি ব্যাচ ২০১৬ এর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, আমরা শৈশব-কৈশোরের খোঁজে এখানে ছুটে এসেছি, স্বপ্নের দরবারে, স্মৃতির আঙিনায়। এ আয়োজনে উদ্বোধন করেন জিলা স্কুলের সাবেক প্রধান শিক্ষক ও ঢাকা কলেজিয়েট স্কুলের বর্তমান প্রধান শিক্ষক আরিফুল ইসলাম।

উদ্বোধনের আগে ১৬ ব্যাচের অকাল প্রয়াত শিক্ষার্থী  নাহিন ও নিশাতের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। ব্যাচ ১৬ এর পক্ষ থেকে দিনব্যাপী এ পুনর্মিলনে একটি স্মরণিকা প্রকাশ করা হয়। প্রকাশনা কমিটির সম্পাদক হামিম বলেন- আমরা শৈশব-কৈশোরের খোঁজে এখানে ছুটে এসেছি, স্বপ্নের দরবারে, স্মৃতির আঙিনায়। আমাদের এ রি-ইউনিয়নের থিম- “পুরানো বন্ধু, হারানো দিন; স্মৃতির ছবিরা আজো রঙিন”। অনুষ্ঠানের সার্বিক তত্ত¡াবধানে ছিলেন তানভীর বারী হামিম, মোবাশ্বের গালিব, সাদিব, আজরাফ, সাকী, উৎস, মিম, সৌরভ, রোমিও, সাকিব প্রান্ত প্রমুখ।

 

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *