খুলনা খাদ্য পরিবহন ঠিকাদার সমিতির নির্বাচন সম্পন্ন
সভাপতি খাজা, সম্পাদক রেজাউল নির্বাচিত
দ. প্রতিবেদক
খুলনা খাদ্য পরিবহন (সড়ক পথ) ঠিকাদার সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে আলহাজ্ব মোঃ মাকছুদ আলম খাজা, সাধারণ সম্পাদক কেএম রেজাউল আলম ও সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রিপন হাওলাদার নির্বাচিত হয়েছেন। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সমিতির কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি সাংবাদিক কাজী মোতাহার রহমান বাবু বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।
খুলনা খাদ্য পরিবহন (সড়ক পথ) ঠিকাদার সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমূখর পরিবেশে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মোঃ মাকসুদ আলম খাজা মোমবাতি প্রতীকে ১৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মোস্তফা কামাল খোকন চেয়ার প্রতীকে পেয়েছেন ৯৭ ভোট। আর সাধারণ সম্পাদক পদে কেএম রেজাউল আলম মই প্রতীকে ১২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোঃ সেলিম রেজা টেলিফোন প্রতীকে পেয়েছেন ১০২ ভোট।
অন্য পদে নির্বাচিতরা হলেন, উর্ধ্বতন সহ-সভাপতি মোঃ বেল্লাল হোসেন (দোয়েল পাখি), সহ-সভাপতি শেখ হারুন অর রশিদ (হরিন), সহ-সাধারণ সম্পাদক এমডি নজরুল ইসলাম (কলস), সাংগঠনিক সম্পাদক মোঃ রিপন হাওলাদার (হাঁস), দপ্তর সম্পাদক- সৈয়দ মোঃ খায়রুল্লাহ (টেবিল), প্রচার সম্পাদক মোঃ জাহিদুর রহমান মোল্লা (উড়োজাহাজ), কোষাধ্যক্ষ মোল্লা আবুল কাশেম (পাখা), ক্রীড়া সম্পাদক- মোঃ আবু সালেহ নূর পরশ (ফুটবল) ও কার্য নির্বাহী সদস্য এম লুৎফর রহমান (প্রজাপতি)।
শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে সমিতির নিজস্ব কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে ২৬৩ জন ভোটারের মধ্যে ২৩৮ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে ১১টি পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ