খুলনা ক্রীড়াজগত পাঠক ফোরামের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন
খবর বিজ্ঞপ্তি
ক্রীড়াজগত পাঠক ফোরাম, খুলনা জেলা শাখা আয়োজিত মহান বিজয় দিবস ফুটবল টুর্নামেন্ট-২০২০ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বয়রার সাবেক খেলোয়াড় সংঘ। শুক্রবার বিকালে হাজী ফয়েজ উদ্দিন স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনালের নির্ধারিত সময় গোলশুন্য ছিল। পরে টাইব্রেকারে তারা ২-১ ব্যবধানে ক্রীড়াজগত পাঠক ফোরাম দলকে পরাজিত করে। ফাইনালে বিজয়ী দলের পক্ষে গোল করেন রিপন ও মহাসিন এবং বিজিত দলের পক্ষে একমাত্র গোল করেন শহীদ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাবেক খেলোয়াড় সংঘের অধিনায়ক শেখ হেমায়েত উল্লাহ-এর হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন ১৪নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোশাররফ হোসেন, ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আবিদ উল্লাহ ও সাধারণ সম্পাদক শেখ হাসান ইফতেখার চালু।
ক্রীড়াজগত পাঠক ফোরামের পক্ষে উপস্থিত ছিলেন সাইফুল্লাহ আল মামুন, শহিদুল ইসলাম শহিদ, মুনসুর শিকদার বাদশা, কামাল রেজা সুজা, আল মামুন বাদল, মো. আজিম, মুকিত, আবু তাহের প্রিন্স, আনওয়ার আহমেদ মুন প্রমুখ।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ