January 21, 2025
আঞ্চলিক

খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের জরুরী সভা

খবর বিজ্ঞপ্তি

খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (কেসিআরএ)’র জরুরী সভা গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। সভায় বেশকিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উপস্থিত সদস্যদের সর্ব সম্মতিক্রমে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এইচএম আলাউদ্দিনকে সভাপতি, সহ-সভাপতি কাজী শামীম আহমেদকে সিনিয়র সহ-সভাপতি এবং কার্যনির্বাহী সদস্য সুমন আহমেদকে সহ-সভাপতি পদে কো-অপ্ট করা হয়। এছাড়া গত ১১ অক্টোবর প্রয়াত সভাপতি সুবীর কুমার রায়ের স্মরণসভা ও সংগঠনের বার্ষিক স্মরণিকা প্রকাশ অনুষ্ঠান সম্পর্কে মূল্যায়ন করেন।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এইচএম আলাউদ্দিন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোহাগ দেওয়ান’র পরিচালনায় সভায় বক্তৃতা করেন সংগঠনের যুগ্ম-সম্পাদক বিমল সাহা, সহ-সাধারণ সম্পাদক এসএম নূর হাসান জনি, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম নূর, প্রচার সম্পাদক জয়নাল ফরাজী, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আল মাহমুদ প্রিন্স, পাঠাগার সম্পাদক শিশির রঞ্জন মলি­ক, কার্যনির্বাহী সদস্য হুমায়ুন কবির, আলমগীর হান্নান, আসাদুজ্জামান রিয়াজ, আহমদ মুসা রঞ্জু, সুমন আহমদ ও মামুন খান।

 

 

 

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *