খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের নিন্দা
খবর বিজ্ঞপ্তি
খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সহ-সভাপতি ডি এম রেজা সোহাগকে জীবন নাশের হুমকীর তদন্তপূর্বক আইনী ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন নেতৃবৃন্দ। গত শুক্রবার এ ব্যাপারে জীবনের নিরাপত্তা চেয়ে খালিশপুর থানায় সাধারণ ডায়রী করেছেন তিনি। সাংবাদিক ডি,এম রেজা সোহাগ খুলনা থেকে প্রকাশিত দৈনিক প্রবর্তন পত্রিকার বার্তা সম্পাদক।
বিবৃতিদাতারা হলেন, খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি সুবীর কুমার রায়, সিনিয়র সহ-সভাপতি এইচ এম আলাউদ্দিন, সহ-সভাপতি কাজী শামীম আহমেদ, সহ-সভাপতি এস এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক সোহাগ দেওয়ান, যুগ্ম সম্পাদক বিমল সাহা, সহ-সাধারণ সম্পাদক নূর হাসান জনি, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম নূর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাকসুদ আলী, প্রচার সম্পাদক জয়নাল ফরাজী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আল মাহমুদ প্রিন্স, পাঠাগার সম্পাদক শিশির রঞ্জন মলিক, কার্যনির্বাহী সদস্য আসাদুজ্জামান রিয়াজ, হুমায়ুন কবীর, সুমন আহমেদ, আহমদ মুসা রঞ্জু, কামরুল হোসেন মনি।