খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ে মুজিববর্ষের ক্ষণগণনা শুরু
খবর বিজ্ঞপ্তি
খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষির্কী উদ্যাপনের ক্ষণগণনা এবং স্বদেশ প্রত্যাবর্তন দিবস ২০২০ উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচীর মধ্যে ছিল গতকাল শুক্রবার বিকেল ৪টায় দৌলতপুর দেয়ানায় বিশ^বিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে প্রধান অতিথি হিসেবে বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খান কর্তৃক বেলুন উড়িয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষির্কী উদ্যাপনের ক্ষণগণনার উদ্বোধন।
অপরদিকে বিকেল সাড়ে ৪টায় দৌলতপুরস্থ বিশ^বিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষির্কী উদ্যাপনের ক্ষণ গণনা এবং স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ^বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খান বলেন, স্বাধীনতার ইতিহাসে বঙ্গবন্ধুর গুরুত্ব ও তাৎপর্য অপরিসীম। দেশের মুক্তিকামী জনতার দীর্ঘদিনের প্রত্যাশার পরিপূর্ণতা আসে ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু দেশের মাটিতে পা রাখার মাধ্যমে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ^বিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা: খন্দকার মাজহারুল আনোয়ার (শাজাহান), জাতীয় গোয়েন্দা সংস্থার উপ-পরিচালক আজিজুর রহমান, বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী মাহিরুল হক শিলং, মাহাদী হাসান সীন, বিশ^জিৎ ভট্টাচার্য্য, দেবাশীষ বিশ্বাস, মোঃ আবু হানিফ, তানিয়া সুলতানা, দৌলা, তাসনীম, নুসরাত, আহনাফ তাহমিদ শব্দ, জেবুন নাহার তনিমা, আমিম আল মারুফ আলভী, তন্ময় বাসু, পিয়াল রায়, বিশ^বিদ্যালয়ের কর্মকর্তা মোঃ রেজাউল ইসলাম, মো. জসীম উদ্দিন, সাজ্জাদুল ইসলাম, ইউসুফ আলী, মোঃ হাসিবুল ইসলাম এবং বিশ^বিদ্যালয়ের কর্মচারীবৃন্দ।