খুলনা ওয়াসা অযৌক্তিকভাবে পানির মূল্য বৃদ্ধি করায় নগর বিএনপির প্রতিবাদ
খবর বিজ্ঞপ্তি
খুলনা ওয়াসা কর্তৃক কোনধরণের পূর্বঘোষণা এবং আইনী প্রক্রিয়া ব্যতীত সম্পূর্ণ অযৌক্তিকভাবে পানির মূল্যবৃদ্ধির তীব্র প্রতিবাদ জানিয়েছেন খুলনা মহানগর বিএনপি। একইসাথে অবিলম্বে এইধরণের গণবিরোধী এবং জনদুর্ভোগ সৃষ্টিকারী অন্যায় সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবী জানানো হয়েছে দলের পক্ষ থেকে।
বিবৃতিদাতারা হলেন, বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, সৈয়দা নার্গিস আলী, মীর কায়সেদ আলী, শেখ মোশারফ হোসেন, জাফরউল্লাহ খান সাচ্চু, জলিল খান কালাম, সিরাজুল ইসলাম, এড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, আসাদুজ্জামান মুরাদ, এস এম আরিফুর রহমান মিঠু, ইকবাল হোসেন খোকন প্রমুখ।