খুলনা এলপি গ্যাস ব্যবসায়ী মালিক সমিতির তীব্র নিন্দা
খবর বিজ্ঞপ্তি
সকল বেসরকারী এল.পি.গ্যাস কোম্পানী আবারো এল.পি.গ্যাসের মূল্য বৃদ্ধি করেছে, যা সাধারণ ভোক্তাগনের ক্রয় ক্ষমতার বাইরে। এল.পি.গ্যাসের এই আকষ্মিক মূল্য বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন খুলনা এল.পি.গ্যাস ব্যবসায়ী মালিক সমিতির নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন সমিতির সভাপতি শেখ মোঃ তোবারেক হোসেন তপু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল ওয়াদুদ, জান্নাতুল ফেরদৌস পিকুল, মোঃ তামান্না, রাকিবুল হাসান, মোঃ জাকির হোসেন, কামরান হাসান কেমি, মোঃ আকতার হোসেন, বকস্ িসাইফুল ইসলাম, মোঃ বাবর আলী, ডাঃ গোলজার, মোঃ সদ্দাম, মোঃ রফিক, নাদিম মোল্ল্যা বাবু, মোঃ মিজানুল হক চৌধুরী, শেখ সাকির আহমেদ লিটু, মোঃ নজরুল ইসলাম বাবু, মুন্সি জাকির হোসেন প্রমুখ।