খুলনা এগ্রো ফুড প্রসেসিংকে অর্ধলক্ষ টাকা জরিমানা
দ. প্রতিবেদক
নগরীর দৌলতপুরের পাবলা এলাকার খুলনা এগ্রো ফুড প্রসেসিং কে অর্ধলক্ষ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
তিনি জানিয়েছেন, বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত দৌলতপুরের পাবলা এলাকার খুলনা এগ্রো ফুড প্রসেসিংকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। খুলনা এগ্রো ফুড প্রসেসিং নামের প্রতিষ্ঠানটিতে অনুমোদনহীনভাবে বিভিন্ন ব্রান্ডের প্যাকেটজাত খাদ্য সামগ্রী তৈরী, প্যাকেটের গায়ে মেয়াদ ও মূল্য উল্লেখ না করা, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পন্য তৈরী এবং পোড়া তেল ব্যবহারের অপরাধে শাস্তিমূলক এ ব্যবস্থা নেয়া হয়।
এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানো হয়। সামাজিক দূরত্ব বজায় রাখা, মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়/বিক্রয় রশিদ সংরক্ষণ করতে অনুরোধ জানানো হয় এবং সচেতন করতে লিফলেট বিতরণ করাসহ মাইকিং করা হয়। অভিযানে সার্বিক সহায়তা করেন ৩ এপিবিএন শিরোমণি ও কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর খুলনা প্রতিনিধি।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়