খুলনা উন্নয়ন ফোরামের শীতবস্ত্র বিতরণ
খবর বিজ্ঞপ্তি
খুলনা উন্নয়ন ফোরামের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এ বছর ও হত-দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি গ্রহণ করা হয়। এ উপলক্ষে গতকাল বিকাল পাঁচ টায় নগররীর নতুন রাস্তা মোড়ে অবস্থিত ফোরামের কার্যালয়ের সামনে এ আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন, আইন সহায়তা কেন্দ্র (আসক) খুলনা বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক শাহাদাত হোসেন শাওন, গণতান্ত্রিক পার্টির জেলা কমিটির সাধারন সম্পাদক মোঃ সোলেমান হাওলাদার, আলহাজ শেখ মোয়াজ্জেম হোসেন, ভাইচ চেয়ারম্যান নজরুল ইসলাম খান, ভাইচ চেয়ারম্যান মোঃ হাছিবুর রহমান হাছিব, ডাঃ হাফিজুর রহমান, শেখ মোঃ আব্দুর রশিদ, ইসমত ছনিয়া ন্যান্সি, শেখ মনির হোসেন, মোঃ বেলাল হোসেন খান, মোঃ আসলাম হোসেন, মোঃ শফিকুল ইসলাম, শিরিনা পারভিন, আব্দুল আহাদ প্রমুখ।