খুলনা উন্নয়ন ফোরামের আলোচনা সভা অনুষ্ঠিত
গতকাল শুক্রবার সন্ধ্যা ৭টায় খুলনা দিবস উপলক্ষ্যে খুলনা উন্নয়ন ফোরামের নতুন রাস্তা মোড়স্থ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বর্তমান সরকার কর্তৃক খুলনার বিভিন্ন উন্নয়ণ কার্যক্রম বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে পাবলা কবির বটতলা মোড়ে গৃহীত প্রকল্প রাসেল সিভিক সেন্টার নির্মান কাজ খুব শীঘ্রই শুরু করা হবে জেনে সন্তোষ প্রকাশ করা হয় ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্যও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। এছাড়াও চলমান ও বাস্তবায়নের জন্য অপেক্ষামান বিভিন্ন উন্নয়ণ প্রকল্প বিষয়ে আলোচনা করা হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন ফোরামের চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন । এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ফোরামের মহাসচিব মোঃ রবিউল ইসলাম, সিনিয়র যুগ্ম মহাসচিব শেখ মনির হোসেন, যুগ্ম মহাসচিব মোঃ আসিফ ইকবাল, সাংগাঠনিক সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন শাওন, সভায় ্উপস্থিত ছিলেন ফোরামের দৌলতপুর থানা কমিটির সাঃ সম্পাদক আলমগীর কবির, আশীষ কুমার গোলদার, শিমুল সাহা, মোঃ রেজাউল জামান (রাজু) সহ অন্যান্য নেতৃবৃন্দ।