খুলনা উন্নয়ন পরিষদের সেমিনার অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা উন্নয়ন পরিষদ (কেডিসি) এর কার্যনির্বাহী কমিটির সদস্যদের অংশগ্রহণে ‘খুলনার উন্নয়নে জীবন বিমা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৮টায় নগরীর একটি অভিজাত হোটেলে এ সেমিনারের আয়োজন করা হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের পরিচালক ড. সৈয়দ হাফিজুর রহমান। উক্ত প্রোগ্রামের চেয়ারম্যান কনিকা চৌধুরী ফারহানা’র সভাপতিত্বে জীবন বীমা বিষয়ক আলোচনা করেন সংগঠনের যুগ্ম-সম্পাদক এসকে এমডি বাহালুল আলম।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন খুলনা উন্নয়ন পরিষদের চেয়ারম্যান এস এম সোহেল ইসহাক, সম্মানিত সদস্য আজিজুল হাসান দুলু, সাংবাদিক মো: আবু তৈয়ব মুন্সী, মহাসচিব প্রফেসর তাসরিনা বেগম, মো: আব্দুস সালাম শিমুল, সামছুন নাহার শিমুল, শফিকুল আলম বিপ্লব, মো: সাইফুর রহমান সুজন, জি এম শহিদুল ইসলাম, জিএম শরিফুল আলম, এ্যাড. হালিমা খাতুন শিউলি এপিপি, গাজী মহিউদ্দিন (প্রধান শিক্ষক), কাজী বেলাল সাইদ, সাংবাদিক জয়নাল ফরাজী, কাজী তাসকিন শরিফ, কাজী আইনুল মুন, শিরিনা পারভীন, মো: আব্দুল হান্নান, ইয়াফেজ ইসতিহাদ দীপ, মো: হাসিবুর রহমান ইমন, মো: মাসুদ রানা, আব্দুল জলিল সাগর, সোহেল শরিফ প্রমুখ।