খুলনা ইফা’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
খুলনা, জ্যৈষ্ঠ ১৭ (মে ৩১)ঃ
খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ (শুক্রবার) সন্ধ্যায় বয়রাস্থ নিজস্ব মিলনায়তনে সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানে উদ্বুদ্ধকরণ সভা, পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক শাহীন বিন জামানের সভাপতিত্বে সরকারি যাকাত ফান্ডে যাকাত প্রদানে উদ্বুদ্ধকরণ বিষয়ে আলোচনা করেন ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ শাহাবুদ্দিন, মাওলানা মোঃ শাহজালাল, প্রশিক্ষক মাওলানা মোঃ রফিকুল ইসলাম, মাওলানা জিহাদুল ইসলাম প্রমুখ। ইফতার ও দোয়া মাহফিলে বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও সুধী সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। ইফতার পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।