খুলনা অঞ্চলের ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছায় বাংলাদেশ স্কাউটস্ খুলনা অঞ্চলের ৪০৯ ও ৪১০তম ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে উপজেলা স্কাউটস্ এর সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার জুলিয়া সুকায়নার সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস্ এর সম্পাদক জয়দেব রায় এর সঞ্চালনায় কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন খুলনা জেলা স্কাউটস্ এর উপ-পরিচালক লতিফ উদ্দীন আহমেদ, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, কমিশনার আশুতোষ কুমার মন্ডল, উপজেলা কাব-লিডার লুৎফর রহমান, তালা উপজেলা এএলটি ও কমিশনার স্বপন কুমার মিত্র, সিএএলটি অনুপ কুমার সরকার, তালার কোষাধ্যক্ষ পাড় শহিদুল ইসলাম, দকোপের সিএএলটি হাবিবুর রহমান, খুলনা সদরের শিক্ষক প্রথমা রানী, ল²ীরানী রায় ও দাকোপের গাজী মুজাহিদুল রহমান।