খুলনায় ৯৭টি কচ্ছপসহ পাচারকারী গ্রেফতার
দ: প্রতিবেদক
খুলনায় ৯৭টি জীবিত কচ্ছপসহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-৬)। গ্রেফতারকৃত তাপস বাছার (৪৫) বটিয়াঘাটা থানাধীন হাটবাটি এলাকার রণজিৎ বাছার এর ছেলে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৬’র স্পেশাল কোম্পানী কমাণ্ডার মেজর এএম আশরাফুল ইসলাম পিপিএম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ এর একটি আভিযানিক দল বটিয়াঘাটা থানাধীন হাটবাটি গ্রামস্থ দক্ষিণপাড়া, বাছারবাড়ী গামী রাস্তার পাশে অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করা হয়। এসময় ২টি চটের বস্তা ভর্তি ৯৭টি জীবিত কচ্ছপ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আসামী দীর্ঘদিন ধরে সুন্দরবন থেকে ফাঁদ পেতে বণ্যপ্রাণী জীবিত কচ্ছপ আটক করে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে ক্রয়-বিক্রয় করে আসছে। সে এলাকায় বণ্য প্রাণী জীবিত কচ্ছপ পাচারকারী দলের সক্রিয় সদস্য বলে স্থানীয়দের নিকট থেকে জানা যায়। আসামীর বিরুদ্ধে বটিয়াঘাটা থানায় ১৯২৭ সনের বন আইন ও বণ্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন-২০১২ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।