খুলনায় ‘৯ম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড-২০১৮’ অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ রসায়ন সমিতির তত্ত্বাবধানে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে দেশের ৭টি অঞ্চলের ন্যায় খুলনা অঞ্চলের ‘৯ম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড-২০১৮’ এর প্রিলিমিনারি রাউন্ড নগরীর সরকারি এম এম সিটি কলেজে অনুষ্ঠিত হয়েছে। অলিম্পিয়াডে পরীক্ষার সাথে সাথে ম্যাজিক অব কেমিস্ট্রির আয়োজন ছিলো, সেখানে শিক্ষার্থীদের রসায়নের বিভিন্ন বিষয়ে হাতে-কলমে শিক্ষা গ্রহণের সুযোগ ছিলো।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের পুরষ্কার ও সার্টিফিকেট প্রদান করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। তিঁনি শিক্ষার্থীদের রসায়নসহ বিজ্ঞান চর্চ্চার মাধ্যমে দেশকে প্রযুক্তিগত উন্নয়নে ভ‚মিকা রাখতে আহ্বান জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কেমিস্ট্রি অলিম্পিয়াডের খুলনা বিভাগের কনভেনার ও কুয়েটের রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ এবং খুলনা পাবলিক কলেজের উপাধ্যক্ষ মলিন কুমার বসু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি এম এম সিটি কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান শেখ মোহাম্মদ আবদুল্লাহ। অনুষ্ঠানে খুলনা অঞ্চলের বিভিন্ন কলেজের অর্ধ সহস্রাধিক শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।