খুলনায় ৮৬ লিটার চোলাই মদসহ আটক ১
দ. প্রতিবেদক
খুলনায় র্যাবের মাদকবিরোধী অভিযানে ৮৬ লিটার চোলাই মদসহ একজনকে আটক করা হয়েছে। আটক মোঃ সুমন হাওলাদার (৩২) বাগেরহাট জেলার মোড়েলগঞ্জের ছোট বাদুড়া গ্রামের মৃত জাহাঙ্গীর হাওলাদারের ছেলে। শনিবার বিকালে তাকে আটক করা হয়।
র্যঅব-৬ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদর থানাধীন কাশিয়াবাড়ী বার্মাশেল, রেল কলোনী ষ্টেশন রোড শ্রী শ্রী কালীবাড়ি মন্দির এর সামনে থেকে তাকে ৮৬ লিটার চোলাই মদসহ আটক করা হয়। আটক আসামীর বিরুদ্ধে কেএমপি, খুলনার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ