খুলনায় ৮টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা
দ. প্রতিবেদক
খুলনায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৮টি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়। গতকাল মঙ্গলবার সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম রূপসা উপজেলায় পৃথক এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, রূপসা উপজেলার পালের বাজারে তদারকি করে মূল্যবিহীন ওষুধ (ফিজিসিয়ান স্যাম্পল) রাখায় মদিনা ফার্মেসীকে ৩ হাজার টাকা, সুমাইয়া ফার্মেসীকে ৫ হাজার টাকা, জনকল্যাণ ফার্মেসীকে ২ হাজার টাকা, মূল্যবিহীন বিদেশী কসমেটিকস রাখায় হৃদয় ভ্যারাইটিজকে ৩ হাজার টাকা ও রাজদ্বীপ ভ্যারাইটিজকে ২ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।
অপর আরেকটি অভিযানে রূপসা উপজেলার সেনের বাজার তদারকি করে মূল্যবিহীন বিদেশী কসমেটিকস রাখায় আকবর স্টোরকে ২ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ প্যাকেটজাত খাদ্যপণ্য থাকায় হান্নান স্টোরকে ১ হাজার টাকা, লাইসেন্সবিহীন সিলিন্ডার গ্যাস বিক্রয়ের অপরাধে বিসমিল্লাহ এন্টারপ্রাইজকে ২ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।
এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানোসহ সচেতন করা হয়। এই পরিদর্শন মূলক বাজার অভিযানে সার্বিক সহায়তা করেন ৩ এপিবিএন খুলনা।