খুলনায় ৭৮৮ পিস ইয়াবাসহ পাঁচ মাদক বিক্রেতা আটক
বিশেষ প্রতিনিধি, খুলনা
খুলনা নগরীতে ৭৮৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার বিকেলে লবণচরা ও খুলনা সদর থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- মোঃ লাভলু মোল্লা (২৫), মোঃ আলামিন তালুকদার (২৫), মোঃ মারুফুর রহমান (৩৭), ইশান কবির খান @ জ্যোতি (৩৪) ও মোঃ জামিরুল ইসলাম (৩৪)।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, ডিবি পুলিশের একটি টিম বিকেল সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লবণচরা থানাধীন রূপসা ব্রিজের পশ্চিম পাশে অভিযান চালিয়ে ৭১৮ পিস ইয়াবাসহ লাভলু ও আলামিনকে আটক করে। পৃথক আরেকটি অভিযানে সদর থানাধীন হাজী মহসিন রোড, রহমানিয়া মসজিদ লেন, ফিরোজা গার্ডেন বাড়ীর সামনে থেকে ৭০ পিস ইয়াবাসহ মারুফুর, জ্যোতি ও জামিরুলকে আটক করা হয়।
তিনি আরও জানান, আটককৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে খুলনা মহানগর এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে। এসব ঘটনায় তাদের বিরুদ্ধে লবণচরা ও সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।