খুলনায় ৬০ বোতল ফেন্সিডিলে দু’আসামির ১০ বছর কারাদণ্ড
দ. প্রতিবেদক
খুলনা জেলার রূপসা থানার মাদক মামলায় দোষী সাব্যস্থ করে দুই আসামীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সাথে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। সোমবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: মশিউর রহমান চৌধুরী এরায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্তরা আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, সাতক্ষীরা শ্রীরামপুর গ্রামের মনিরুজ্জামানের পুত্র মো: সবুজ মোড়ল ওরফে রাসেল (১৯) ও মোল্লারহাটের ঘটবিলা গ্রামের মৃত সুরত মোল্লার ছেলে মো: জাহাঙ্গীর মোল্লা (৩৬)।
মামলার বিবরণীতে জানা গেছে, ২০১৫ সালের ৮ আগস্ট বিকেল সাড়ে ৪টায় রূপসা থানাধীন খানজাহান আলী ব্রীজের টোল প্লাজার পাশে রাস্তার উপর অভিযান চালিয়ে আসামী রাসেল ও জাহাঙ্গীর মোল্লাকে ৬০ বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনা সদরের পরিদর্শক হাওলাদার সিরাজুল ইসলাম রূপসা থানায় একটি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন যার নং ৭। এরপর একই বছরের ২৮ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা হাওলাদার সিরাজুল ইসলাম দুই আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশীট দাখিল করেন। এরপর চার্জশীটভুক্ত ৬ জনের মধ্যে ৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারক সোমবার আসামীদ্বয়ের বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন আদালতের পিপি এড. এনামুল হক। আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেন এড. নুরুন নাহার জেবা ও এড. হাবিবুর রহমান।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ