খুলনায় ৬০টি পরিবারকে এক সপ্তাহের খাবার দিলেন ক্রিকেটার সালমা
দ. প্রতিবেদক
খুলনায় নারী ক্রিকেট দলের টি-টুয়েন্টি দলের অধিনায়ক সালমা খাতুন করোনাভাইরাস সংক্রমন রোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আজ শুক্রবার সকালে খুলনার রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের মিল্কি দেয়ারায় তার নিজ বাড়ির আশপাশের নিম্ন আয়ের ৬০টি পরিবারের মধ্যে এক সপ্তাহের খাবার বিতরণ করেন।
এ সময় তিনি আরো বলেন, তার এই সাহায্য অব্যাহত থাকবে। তিনি সকল নারী ক্রিকেটরসহ ক্রীড়াঙ্গনের সকলকে নিম্ন আয়ের খেঁটে খাওয়ার মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি প্রধানমন্ত্রী’র নির্দেশনা অনুযায়ী বাড়িতে থাকার এবং বার বার সাবান দিয়ে হাত ধোয়ার অনুরোধ জানান।