খুলনায় ৫ লিটার ফেনসিডিলসহ যুবক আটক
দ. প্রতিবেদক
গত ২৪ ঘণ্টায় খুলনা মেট্রোপলিটন পুলিশের মাদকবিরোধী অভিযানে মোঃ মিটুল হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার হরিগোবিন্দপুর পূর্বপাড়া মসজিদের পাশে মোঃ রওশন আলী মন্ডলের ছেলে। তার কাছ থেকে ৫ লিটার ফেন্সিডিল আলামত হিসাবে উদ্ধার করা হয়েছে। এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ১টি মাদক মামলা রুজু করা হয়েছে। কেএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) কানাই লাল সরকার এ তথ্য জানিয়েছেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ