খুলনায় ৫ লক্ষাধিক শিশুকে দেয়া হবে হাম-রুবেলার টিকা
দ. প্রতিবেদক
খুলনা মহানগরী ও ৯ উপজেলায় ৯ মাস থেকে ১০ বছর বয়সী আনুমানিক ৫ লাখ ৯ হাজার ৭৫ জন শিশুকে দেয়া হবে হাম-রুবেলার টিকা। যার মধ্যে রয়েছে- মহানগরীর ১ লক্ষ ৭৫ হাজার ২’শ শিশু এবং জেলার ৩ লাখ ৩৩ হাজার ৮৭৫ জন শিশু। আগামীকাল ১২ ডিসেম্বর থেকে দেশব্যাপী শুরু হওয়া এ টিকাদান কার্যক্রম চলবে আগামী ২৪ জানুয়ারি পর্যন্ত।
এদিকে হাম-রুবেলা (এমআর) টিকাদান ক্যাম্পেইন-২০২০ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর স্কুল হেলথ্ ক্লিনিকে জেলা সিভিল সার্জন অফিস আয়োজিত এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
প্রেস ব্রিফিংয়ে সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ জানান, ‘খুলনার ৯ উপজেলার ৬৮টি ইউনিয়নের ২০৪টি ওয়ার্ডে ৬ সপ্তাহব্যাপী এ টিকাদান ক্যাম্পেইন চলবে। ৯ মাস থেকে ১০ বছর বয়সী আনুমানিক ৩ লাখ ৩৩ হাজার ৮৭৫ জন শিশুকে টিকা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে এর সংখ্যা বাড়তে বা কমতেও পারে।’
তিনি জানান, ‘খুলনা জেলায় টিকাদান কর্মসূচি বাস্তবায়নের জন্য ৬৫২ জন টিকাদানকর্মী ও স্বেচ্ছাসেবক হিসেবে ১ হাজার ৮৩৬ জন নিয়োজিত রয়েছেন। প্রতিটি টিমে ২ জন টিকাদানকর্মী ও ৩ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। গত বছর দেশের বিভিন্ন এলাকায় হামের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় সরকার ২০১৩ সালের পর আবারও এই ক্যাম্পেইন হাতে নিয়েছে।’
প্রেস ব্রিফিংয়ে স্বাগত বক্তৃতা করেন ডেপুটি সিভিল সার্জন ডা. সাইদুর রহমান। এসময় আরও বক্তৃতা করেন খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মামুন রেজা, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. রিজভী। এসময় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
খুলনা সিটি কর্পোরেশন থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘মহানগরীতে হাম-রুবেলা টিকদান ক্যাম্পেইন ২০২০ সফল করতে কেসিসি সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক আগামী ১২ ডিসেম্বর সকাল ৯টায় খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করবেন। ২৪ জানুয়ারী ২০২১ তারিখ পর্যন্ত এ ক্যাম্পেইন চলমান থাকবে। এবারের ক্যাম্পেইনে মহানগরীর ১ লক্ষ ৭৫ হাজার ২’শ শিশুকে (৯ মাস থেকে ১০ বছরের কম বসয়ী) টিকাদানের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।’
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ