খুলনায় ৫ দিনে ৩টি ধর্ষণ প্রমাণ করে নারীরা নিরাপদে নেই
খবর বিজ্ঞপ্তি
খুলনায় ৫ দিনে ৩টি ধর্ষণ প্রমাণ করে নারীরা নিরাপদে নেই। নারী ও শিশু নির্যাতনের মামলার যথাযথ প্রয়োগ হচ্ছে না। নারী ধর্ষণ, হত্যা ও নির্যাতনের জন্য প্রয়োজনে কঠোর আইন করতে সরকারের প্রতি আহবান জানানো হয়। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় জনউদ্যোগ নারী সেলের উদ্যোগে নগরীর পিকচার প্যালেস মোড়ে ডুমুরিয়ার নারী শ্রমিক ও খালিশপুরের কিশোরীর ধর্ষকদের বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধনে নেতৃবৃন্দ এ আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন জনউদ্যোগ নারী সেলের আহবায়ক এ্যাডঃ শামীমা সুলতানা শীলু। পরিচালনা করেন এ্যাডঃ মোমিনুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএমএ’র সভাপতি ডাঃ শেখ বাহারুল আলম, বয়রা মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দা লুৎফুন্নাহার, জেপি’র শরীফ শফিকুল হামিদ চন্দন, কমিউনিস্ট পার্টির নারী সেলের আহবায়ক সুতপা বেদজ্ঞ, নারী নেত্রী রসু আক্তার, মহিলা পরিষদের পপী ব্যনার্জী, ধরা দেবী, মফিদুল ইসলাম, খালিদ হোসেন, স ম রেজাউল করিম, এফ এম ইকবাল, মিজানুর রহমান বাবু, শাহ লায়েকউল্লাহ, কৃষ্ণা দাস, অনুপ কুমার মন্ডল, খুলনা উন্নয়ন ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডাঃ মোসাদ্দেক হোসেন বাবলু, গ্লোবাল, খুলনার শাহ মামুনর রহমান তুহিন, মো: আব্দুল হালিম, তপন পাল, মো: সামছুর রহমান, শেখ আইনুল হক, সৈয়দ আলী হাকিম, মো: আরিফুজ্জামান মন্টু, সঞ্জয় কুমার মল্লিক, মো: সফিকুল ইসলাম, মো: মনির হোসেন, রাশীদুল আহসান বাবলু, এ্যাডঃ মো: শহীদুল ইসলাম, ভারতীয় গুহ, শ্যামলী দাস, মোহাঃ এম এ সাদী, সুজন, মন্টু প্রমুখ।
সভায় সূচনা বক্তব্য রাখেন জনউদ্যোগ, খুলনার সদস্য সচিব মহেন্দ্র নাথ সেন। সভায় বক্তারা ধর্ষকদের সামাজিক ভাবে বয়কট করার জন্য ধর্ষকদের বাড়িতে লাল পতাকা উত্তোলনসহ ধর্ষণের আইন কঠোরতর হওয়ার দাবি জানান।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ