খুলনায় ৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
দ. প্রতিবেদক
খুলনায় ৫০ বোতল কোডিনযুক্ত ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক আজিজুল ইসলাম (৩০) সাতক্ষীরা সদর থানাধীন খোদ বক্স এর ছেলে। মঙ্গলবার সকাল ৭টায় তাকে আটক করা হয়। খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি ও মিডিয়া) মোঃ জাহাংগীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় হরিণটানা থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ বোতল ফেন্সিডিল এবং রেজিষ্ট্রেশন বিহীন ১টি ডায়াং মোটরসাইকেল উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীগণের সম্মুখে উক্ত ফেন্সিডিল ও মোটরসাইকেল জব্দ করা হয়। এ বিষয়ে হরিণটানা থানার মামলা নং-০৮, তারিখ-২৭/০৪/২০২১ খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১৪ (খ) রুজু করা হয়েছে।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ জে এফ জয়