খুলনায় ৫শ’ পিস ইয়াবাসহ আটক ২
দ: প্রতিবেদক
খুলনায় ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আটকরা হলেন রূপসা থানাধীন পিঠাভোগ সাকিনস্থ জনৈক মাদক সম্রাট সোহেল বিশ্বাস এর স্ত্রী অঞ্জনা বেগম (৩৫) ও আলাইপুরের মৃত ইউসুফ শেখ’র ছেলে মঈন শেখ (৩৫)। গত রবিবার রাতে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ তোফায়েল আহমেদ এর নেতৃত্বে এসআই(নিঃ) অর্জুন কুমার দাস সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রূপসা থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫শ’ ইয়াবাসহ তাদের আটক করে। এই ঘটনায় গোয়েন্দা শাখার এসআই(নিঃ) অর্জুন কুমার দাস বাদী হয়ে রুপসা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।