খুলনায় ৫টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা
দ. প্রতিবেদক
খুলনায় বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়। আজ বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম।
এ বিষয়ে তিনি বলেন, লবণচরা থানাধীন গল্লামারী বাজারে ঘি এর বোতলে মেয়াদ, মূল্য না থাকায় সাতক্ষীরা ঘোষ ডেয়ারীকে ৫ হাজার টাকা ও বটিয়াঘাটা উপজেলার বাইনতলা বাজারে তদারকি করে মূল্যবিহীন ও মেয়াদ উত্তীর্ণ বিদেশী কসমেটিকস রাখায় পলাশ কসমেটিকসকে ৩ হাজার টাকা, আলিফ কসমেটিকসকে ১ হাজার টাকা, মা কসমেটিকসকে ১ হাজার টাকা এবং বৈশাখী কসমেটিকসকে ২ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। এছাড়া সোনাডাঙ্গা বাস টার্মিনালে বাসের ভাড়া বেশি নেয়ার বিষয়টি তদারকি করে সরকারি নির্দেশনা যথাযথভাবে মেনে চলার নির্দেশনা প্রদান করা হয়। অভিযানে সহযোগিতা করেন ৩ এপিবিএন, খুলনা।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ