খুলনায় ৪ দিন পর নদী থেকে মাঝির মরদেহ উদ্ধার
দ. প্রতিবেদক
খুলনায় নিখোঁজের ৪ দিন পর রূপসা নদী থেকে মোঃ হান্নান (৫৫) মাঝির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে সিংহেরচর ঘাট থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
আইচগাতি ফাঁড়ির ইনচার্জ এসআই ইব্রাহিম বলেন, গত ১০ জুন জেলখানা ঘাট হতে পড়ে যাওয়া মোঃ হান্নান মাঝির মৃত দেহ মহানগরীর ২ নং কাস্টম ঘাট এলাকায় রকি ডকইয়ার্ডে সামনে ভাসতে দেখে কয়েকজন মাঝি। তারা মাঝির পরিবারকে খবর দিলে পরিবারের লোকজন ও মাঝিদের সহায়তায় হান্নানের মরদেহ সিংহেরচর ঘাটে নিয়ে বেঁধে রাখে। পরে নৌ পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১০ জুন সকাল ১০টায় কয়রা উপজেলার এফরান সানার ছেলে মাঝি হান্নান সানা সেনের বাজার ঘাটে ট্রলারে ধাক্কা খেয়ে নদীতে পরে যায়। সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ফায়ার সার্ভিস ও ডুবরী দল চেষ্টা করেও নিখোঁজ মাঝির সন্ধান পাইনি। হান্নান সানা দীর্ঘদিন ধরে রূপসা উপজেলার সিংহের চর সাবেক চেয়ারম্যান জুলফিকার আলী জুলুর বাড়িতে ভাড়া থাকতো।