খুলনায় ৪টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা
দ. প্রতিবেদক
খুলনায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪টি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়। গতকাল সোমবার সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম ডুমুরিয়া উপজেলায় এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, ডুমুরিয়া উপজেলার হাসানপুর বাজারে তদারকি করে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় সালমান মেডিকেল গ্যালারীকে ৩ হাজার টাকা ও মূল্যবিহীন ওষুধ (ফিজিসিয়ান স্যাম্পল) ও মিথ্যা বিজ্ঞাপন দেওয়ায় ইরানী ঔষধালয়কে ৫ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।
অপর আরেকটি অভিযানে ডুমুরিয়া উপজেলার বরুণা বাজার তদারকি করে মূল্য, মেয়াদবিহীন প্যাকেটজাত খাদ্য পন্য থাকায় পূজা স্টোরকে ৩ হাজার টাকা ও ঘি এর বোতলে মেয়াদ, মূল্য, ওজন না থাকা, মূল্য তালিকা না থাকায় বৈশাখী মিষ্টি ভান্ডারকে ৪ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়।
এ অভিযানে সকলকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে ভোক্তা অধিকার বিরোধী কার্যাবলী হতে বিরত থাকার অনুরোধ জানানোসহ সচেতন করা হয়। অভিযানে সার্বিক সহায়তা করেন ৩ এপিবিএন, ও স্যানিটারি ইন্সপেক্টর ডুমুরিয়া খুলনা।