খুলনায় ৩ পাটকল শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবি
দ. প্রতিবেদক
আলীম, দৌলতপুর ও খালিশপুর জুট মিলের সব বকেয়া দ্রুত পরিশোধের দাবি জানিয়েছেন বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত পাটকল রক্ষা সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের নেতারা। আজ রবিবার দুপুরে খুলনা ওয়ার্কার্স ইনস্টটিউিট কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
লিখিত বক্তব্যে আলীম জুট মিল শ্রমিক কর্মচারী ইউনিয়নের আহ্বায়ক সরদার আব্দুল হামিদ বলেন, কোনো সিবিএ নেতা যদি কোনো কারণে টাকা-পয়সার লেনদেন করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নেতাদের নামে অডিট অভিযোগ বন্ধ করতে হবে। শ্রমিকদের নামে দায়ের করা মামলার নিষ্পত্তি করতে হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার (২৭ জুলাই) নগরীর খালিশপুরে পাটকল শ্রমিক সংঠনের নেতারা বকেয়া মজুরি দ্রুত পরিশোধ, অডিট বাতিল, মামলা নিষ্পত্তিসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন করবেন। সকাল ১০টা থেকে প্লাটিনাম জুট মিলের সামনে বিআইডিসি সড়ক হয়ে খালিশপুর জুট মিল পর্যন্ত মানববন্ধন অনুষ্ঠিত হবে। এরপর নেতারা খুলনা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেবেন।
সংবাদ সম্মেলনে শ্রমিক নেতা শাহানাজ পারভীন, সোহরাব হোসেন, মুরাদ হোসেন, খলিলুর রহমান, নজরুল ইসলাম ফরাজীসহ অন্য শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ