January 20, 2025
আঞ্চলিকলেটেস্টশীর্ষ সংবাদ

খুলনায় ২ কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক

দ. প্রতিবেদক
খুলনার ডুমুরিয়া ও পাইকগাছা থানা এলাকা থেকে ২ কেজি গাঁজা ও ১টি মোবাইল ফোনসহ ২ জনকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। আটকরা হলেন- সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল বাজার এলাকার মৃত শাহজাহান গাজীর পুত্র জিএম খায়রুল বাশার (৬২) ও সাতক্ষীরা পায়রাডাঙ্গা গ্রামের লুৎফর সরদারের পুত্র আশরাফুল ইসলাম (২০)।
জেলা ডিবি পুলিশ সূত্র জানায়, জেলা গোয়েন্দা শাখা খুলনার ইনচার্জ সেখ কনি মিয়ার নেতৃত্বে এস আই (নিঃ) রাজিউল আমিন সংগীয় ফোর্স শনিবার রাতে পাইকগাছা থানাধীন সাহাপাড়া জিরোপয়েন্টের জনৈক আনিছুর রহমান গাইনের মুদি দোকানের সামনে একটি অভিযান চালায়। ওই সময় খায়রুল বাশার (৬২) কে দেড় কেজি গাঁজাসহ গ্রেফতার করা হয়। ওই আসামীর বিরুদ্ধে জেলা ডিবির এসআই রাজিউল আমিন পাইকগাছা থানায় একটি মাদক মামলা দায়ের করেন।
অপরদিকে রবিবার সকালে জেলা ডিবির পুলিশ পরিদর্শক (নিঃ) গোপাল চন্দ্র রায় সংগীয় অফিসার ও ফোর্স মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনাকালে ডুমুরিয়ার চুকনগর বাজারস্থ মেসার্স আব্বাস হোটেলের সামনে থেকে আশরাফুল ইসলাম (২০) কে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা শপিং ব্যাগে কালো কসটেপ দিয়ে মোড়ানো ৫’শ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আশরাফুলের বিরুদ্ধে পুলিশ পরিদর্শক (নিঃ) গোপাল চন্দ্র রায় ডুমুরিয়া থানায় একটি মাদক মামলা দায়ের করেন।

দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *