খুলনায় ২৪ ঘণ্টা পর বোমা সদৃশ্য বস্তু নিস্ক্রিয়
দ. প্রতিবেদক
নগরীর আফিলগেটে পরিত্যাক্ত অবস্থায় থাকা বোমা সদৃশ্য বস্তুটি ২৪ ঘণ্টা পর নিস্ক্রিয় করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ঢাকা থেকে ইন্সপেক্টর মোঃ আজিজুল হকের নেতৃত্বে ৫ জন বোমা ডিস্পোজাল টিম এসে পৌছান এবং সকাল ১১টায় বোমা সদৃশ্য বস্তুটি নিস্ক্রিয় করেন।
এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর জোনের সহকারি পুলিশ কমিশনার বায়জিদ ইবনে আকবর, খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কবির হোসেনসহ সঙ্গীয় ফোর্স।
উল্লেখ্য, গত বুধবার সকাল ১০টায় সৌদি প্রবাসী মোঃ সিরাজুল ইসলামের বাড়ির বাউন্ডারীর ভিতরে বোমা সদৃশ্য বস্তুটি দেখা যায়।
দক্ষিণাঞ্চল প্রতিদিন/ এম জে এফ